সরাইলে তিতাস নদীতে ভাসমান অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ , ৬ মে ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে তিতাস নদীতে ভাসমান অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৬ মে) বিকালে উপজেলার শাহবাজপুর এলাকায় তিতাস নদীতে কচুরিপানার সাথে ভাসমান অজ্ঞাতনামা (৩৫) ঐ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জেলেরা তিতাস নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে ভাসমান একটি লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন