সরাইলে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা, দর্শকের উপচেপড়া ভীড়
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ , ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
সরাইলে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা, দর্শকের উপচেপড়া ভীড়
এম এ করিম সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
সরাইল উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের কুচনী-বুড্ডা গ্রামের উদ্যোগে মঙ্গলবার( ৭ অক্টোবর) বিকালে বুড্ডা তিতাস নদীর ঘাট এলাকায় ক্ষমতাপুর উত্তরপ্রান্ত থেকে বুড্ডা সোনালী ব্রিকস পর্যন্ত প্রায় ২ কি. মি. এলাকায় নৌকাবাইচটি অনুষ্ঠিত হয়।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ জব্বার ও অন্যান্য আমন্ত্রিত নেতৃবৃন্দ।
প্রতিযোগিতার আয়োজক সূত্রে জানা যায়, বুল্লা থেকে ২ টি, একতারপুর থেকে ২টি, ক্ষমতাপুর থেকে ১টি ও বুড্ডা থেকে ১টি সহ মোট ৬ টি নৌকা প্রতিযোগিতায় প্রতিদ্বন্দিতা করে। এতে প্রথম স্থান অর্জন করেন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুরের নৌকা(শাপলা বয়েজ ক্লাব), দ্বিতীয় স্থান অর্জন করে নোঁয়াগাও ইউনিয়নের বুড্ডার শেখ বয়েজ ক্লাব ও তৃতীয় স্থান অর্জন করেন একতারপুরের মুজিবুর রহমান ভুঁইয়ার নৌকা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











আপনার মন্তব্য লিখুন