সরাইলে “তারুণ্যের সৈয়দটুলা” সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ , ১ মে ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে “তারুণ্যের সৈয়দটুলা” সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ” তারুণ্যের সৈয়দটুলা” সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাসের শেষের দিকে প্রথম পর্যায়ে সৈয়দটুলা গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লার ৬৫টি হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও দ্বিতীয় পর্যায়ে ৩০ টি হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
বরাবরের ন্যায় এবারও তারণ্যের সৈয়দটুলা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফয়সাল মাহমুদ জুয়েল এর পরামর্শ ও অর্থ ফান্ডিং দিয়ে সংগঠনকে সহযোগিতা করেছেন।
এই জন্য সংগঠনের সহ-উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শহীদুল আলম (শাওন) তাঁকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
এছাড়া তারুণ্যের সৈয়দটুলা সংগঠনের প্রত্যেক সদস্যের সহযোগিতায় সংগঠনের কার্যক্রমকে বেগবান রাখতে পারায় তিনি প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান
তারুণ্যের সৈয়দটুলা সংগঠনটি মানবতার পাশে থেকে যেন সবসময় মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারে সেই জন্য সংগঠনের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন