সরাইলে তারণের সমাজ কর্তৃক শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ , ২১ মার্চ ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে তারণের সমাজ কর্তৃক শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, সরাইল নিউজ:
পাড়া থেকে মহল্লা। মহল্লা থেকে গ্রাম। গ্রাম থেকে উপজেলায় মানবিক কার্যক্রম বিস্তার করে যাচ্ছে মানবিক ও অরাজনৈতিক সংগঠন তারুণ্যের সমাজ। সৈয়দটুলা গ্রামের একঝাঁক শিক্ষিত তরুণদের নিয়ে পথচলা শুরু হয় তারুণ্যের সমাজের। পথচলা অত মসৃণ হত না যদি না সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফয়সাল মাহমুদ (জুয়েল) ফান্ডিং ম্যানেজ না করতেন। বরাবরের ন্যায় এবারও তারুণ্যের সমাজ এই মাহে রামাদানে সৈয়দটুলা গ্রামের পাশাপাশি সরাইল উপজেলার অনেক গ্রামে প্রায় ১০০টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। বিশেষ অর্থ দিয়ে সহযোগিতা করায় সংগঠনের সকলের পক্ষ থেকে তারণের সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফয়সাল মাহমুদ জুয়েলকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তারণ্যের সমাজ সংগঠনের সহ প্রতষ্ঠাতা পরিচালক মোঃ শহীদুল আলম (শাওন)।
এছাড়া অন্যান্য যারা অর্থ দিয়ে সংগঠনের কাজকে এগিয়ে নিতে সাহা্য্য করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের অন্যতম সদস্য রেজাউল করিম তানভীরকে। যার মেধা এবং শ্রম দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই সংগঠনকে। সর্বশেষ সকলের কাছে দোয়া প্রত্যাশা করে তিনি বলেন, তারুণ্যের সমাজ তাদের কার্যক্রম পরো ব্রাহ্মণবাড়িয়া জেলায় শীঘ্রই বিস্তার লাভ করতে পারে।











আপনার মন্তব্য লিখুন