সরাইলে ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ , ৯ জুন ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মনবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ের চারদিক থেকে অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকান উচ্ছেদ করেছেন খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে অর্ধশতাধিক অবৈধ দখলদার দোকানপাঠ ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু, ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার হোসেন, এসআই মোঃ আলমগীর ও এএসআই সালাম সহ সঙ্গীয় ফোর্স।
খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু বলেন, মহাসড়ক যানজট মুক্ত রাখতে সড়কের পাশে অবৈধ স্থাপনা ও ফুটপাত উচ্ছেদ করা হচ্ছে। এছাড়াও সামনে ঈদ আসছে তাই যাত্রীদের যানজট ভোগান্তি কমাতে মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান চলছে।
আপনার মন্তব্য লিখুন