সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কের পাশের ঝোঁপঝাঁড় পরিস্কার অভিযান, পরিদর্শনে জেলা প্রশাসক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ , ১০ জানুয়ারি ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের দু’পাশের ঝোঁঝাঁড় পরিস্কার অভিযান পরিচালিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান এর নির্দেশে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া ও ইসলামাবাদ এলাকায় পরিস্কার অভিযান পরিচালিত হয়। কাজের অগ্রগতি স্বচক্ষে দেখতে আজ মঙ্গলবার(৯জানুয়ারী) সকালে সরাইলে আসেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এসময় কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন । পরে তিনি উপজেলার কর্মসৃজন প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শন করেন। জানা যায়,
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্রাপাড়া ও ইসলামাদ এলাকায় মহাসড়কের দু’পাশে বিভিন্ন ধরনের গাছ গাছালি বড় হয়ে ঝোঁপঝাঁড়ে পরিণত হয়েছে। রাতের বেলা এসব ঝোঁপঝাঁড়ের ভেতরে লুকিয়ে থাকে পরিবহনের ডাকাতরা। সময় সুযোগ বুঝে তারা সড়কে যাত্রীবাহী পরিবহনে ডাকাতি করে। আবার পুলিশে ধাওয়া করলে ডাকাতরা ঝোঁপে লুকিয়ে যায়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র-সস্ত্র রাখা হয় ঝোঁপঝাঁড়ে।এছাড়া এখানে রয়েছে বড় বড় গোখরা সাপ। সড়কের দুই পাশেই রয়েছে শত শত একর ফসলি জমি। সাপের ভয়ে দিনে রাতে জমিতে যেতে আতঙ্কগ্রস্থ থাকেন স্থানীয় কৃষকরা। এসব কারনে দু’পাশের ঝোঁপঝাঁড় পরিস্কারের কাজটি এ প্রকল্পের আওতায় অগ্রাধিকার ভিত্তিতে করার নির্দেশ দিয়েছিলেন ডিসি। সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মোঃ সরাফত আলী এসময় উপস্থিত ছিলেন ।
আপনার মন্তব্য লিখুন