১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে ডাকাত দলের হামলায় ব্যবসায়ী নিহত, আহত:১

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ , ৬ মার্চ ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

53020285_269504330637698_416832365692715008_n

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক::
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের হামলায় মোশাহেদ উল্লাহ রফিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার ছোট ভাই মোস্তাক। মঙ্গলবার দিবাগত রাত ৪টায় উপজেলার পানিশ্বর দক্ষিণ বাজরে এ ঘটনা ঘটে। নিহত রফিক লিভার ব্রাদার্স ও বিকাশের স্থানীয় এজেন্ট ছিলেন এবং উভয়ই পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি এলাকার হাজী আব্দুল আজিজ মিয়ার পুত্র। এলাকাবাসী ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে সংঘবদ্ধ এক দল ডাকাত পানিশ্বর দক্ষিণ বাজারের বিসমিল্লাহ ষ্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টাকালে হামলা চালিয়ে প্রথমে লোহার তৈরী গ্রীলের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঘুমিয়ে থাকা রফিক ও তার ছোট ভাই মোস্তাকের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ সময় তাদেও সুর চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও সাধারণ লোকজন ছুঁটে আসলে ডাকতদল ইঞ্জিন চালিত নৌকায় করে মেঘনা নদী দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত রফিক ও মোস্তাককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মোস্তাক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, ডাকাত দলের সদস্য সংখ্যা ১৫-২০ জন হবে। এরা নৌ-ডাকাত দলের সদস্য। স্থানীয় কয়েকজন ডাকাত এ ঘটনার সাথে জড়িত থাকার ধারণা করছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন