সরাইলে ডাকাতের হামলায় মাছ ব্যবসায়ী নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ , ১৮ নভেম্বর ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার ছদর মোল্লার ছেলে বলে জানা যায়। এ ঘটনায় আশরাফুল নামে এক পিকআপ ভ্যানচালক আহত হয়েছেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া জানান, রাতে রফিকুল মাছভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ে নাটোর থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাছের আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় পিকআপ ভ্যানের পেছনে শব্দ শুনতে পেয়ে চালক আশরাফুল গাড়ি থামান। এ সময় আশরাফুল ও রফিকুল গাড়ি থেকে নামলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ডাকাতরা রফিকুলকে ছুরিকাঘাত এবং আশরাফুলকে মারধর করে পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যান। ওসি আরো জানান, ডাকাতরা জেলার নাসিরনগর উপজেলার কুণ্ডা নদীর পাড়ে মাছগুলো নামিয়ে পিকআপ ভ্যানটি নিয়ে শায়েস্তাগঞ্জের দিকে পালানোর চেষ্টা করে। পরে পুলিশও তাদের পেছন থেকে তাড়া করে সকাল ৭টার দিকে শায়েস্তাগঞ্জের অলিপুর থেকে পিকআপ ভ্যানটি আটক করে। তবে ডাকাতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
আপনার মন্তব্য লিখুন