সরাইলে ডাকাতি মামলার ৩আসামী গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ , ৯ মে ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতি ও খুনসহ ডাকাতি ও ডাকাতি প্রস্তুতি মামলার তিনজন আসামীকে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ। বুধবার(৯মে) সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়ার দিকনির্দেশনায় সরাইল থানার এসআই আবু বকর সিদ্দিক, এসআই মোঃ মজিবুর রহমান পিপিএম (বার), এএসআই মোঃ আনোয়ার হোসেন, নায়েক মিঠুন চন্দ্র ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইব্রাহীম (২২), মোঃ জোবায়ের প্রকাশ জুব্বা(৩০) এবং আনিছুর রহমান হাদী (৩৮) নামে তিনজন আসামীকে গ্রেফতার করেন। সরাইল থানার অফিসার ইনচার্জ মো: মফিজ উদ্দিন ভূইঁয়া ও সরাইল থানার এসআই আবু বকর সিদ্দিক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা তদন্তাধীন ও বিচারাধীন রয়েছে।
আপনার মন্তব্য লিখুন