১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে ঠিকাদার হাজী শফিকুল ইসলাম সেলুর উদ্যোগে ২শত পরিবারকে ২টন চাল মানবিক সাহায্য প্রদান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ , ২৯ মার্চ ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

FB_IMG_1585470044059

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যবসা প্রতিষ্ঠানসহ সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে স্বল্প আয়ের মানুষজনসহ সকল জনগনকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে হচ্ছে। খাবারের দোকান, ঔষধ ও মোদী দোকান খোলা থাকলেও অর্থ উপার্জনের সুযোগ না থাকায় মানবেতর জীবন-যাপন করছেন নিম্ন আয়ের মানুষদের। এমনি পরিস্থিতিতে মানবিক সাহায্য নিয়ে এগিয়ে আসছেন উপজেলার বিভিন্ন এলাকার বিত্তশালীরা। মাস্ক, সচেতনতামূলক লিফলেট, বিভিন্ন প্রকার খাবার সামগ্রী বিতরণ করছেন এলাকার অনেকেই। অন্যান্যদের পাশাপাশি নিজ গ্রাম সৈয়দটুলার হত দরিদ্র ২শত পরিবারের জন্য ২টন চাল মানবিক সাহায্যের অংশ হিসেবে বিতরণের লক্ষ্যে নিয়ে এসেছেন সরাইল উপজেলার বিশিষ্ট ঠিকাদার ও উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের কৃতি সন্তান হাজী শফিকুল ইসলাম সেলু। আজ রোববার(২৯মার্চ) বাদ যোহর তিনি সৈয়দটুলা গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লার ২শত পরিবারের মধ্যে করোনা পরিস্থিতির এই সংকটময় সময়ে মানবিক সাহায্য হিসেবে ২টন চাল বিতরণ করেছেন বলে জানা গেছে। সামর্থ্য অনুযায়ী অন্যান্য এলাকার হতদরিদ্র জনগনের মাঝেও পর্যায়ক্রমে এই ধরণের মানবিক সাহায্য বিতরণ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন