সরাইলে ট্রাক চাপায় এক ব্যক্তির মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ , ২০ মে ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে ট্রাক চাপায় এক ব্যক্তির মৃত্যু
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দ্রুতগামী ট্রাকের চাপায় অমূল দত্ত(৬৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ শুক্রবার (২০ মে) সকাল ১০ টা ২০মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহবাজপুর ১নং গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অমূল দত্ত শাহবাজপুর প্রথম গেইট এলাকার মৃত প্রকাশকর দত্তের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সিলেটগামী একটি দ্রুতগামী ট্রাক অমূল দত্তকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ ব্যপারে যথাযথ আইনী পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মন্তব্য লিখুন