সরাইলে ট্রাক্টর চাপায় ট্রলি চালক নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ , ৭ মার্চ ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টরের চাপায় ট্রলি চালক ইমরান মিয়া(২৪) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মুফাচ্ছের(১০) নামে এক শিশু। সরাইল-নাছিরনগর- লাখাই আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক ইমরান মিয়া উপজেলার সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামের শাহজাহান মিয়ার পুত্র ও গুরুতর আহত মুফাচ্ছের উপজেলার সদর ইউনিয়নের স্বল্প নোয়াগাঁও গ্রামের সালাম মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শনিবার সকালে বড্ডাপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়ানো একটি ট্রলিতে বালি ভরাট করা কালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ট্রলিটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রলিটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রলির চালক ইমরান মিয়া ও শিশু মুফাচ্ছের গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে সরাইল হাসপাতাল ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে ট্রলি চালক ইমরান মিয়া মারা যায়। নিহত ইমরান অবিবাহিত ছিলেন। তবে বিয়ে করার জন্য বিভিন্ন এলাকায় পাত্রী দেখছিলেন এবং শীঘ্রই পারিবারিকভাবে বিয়ে করার প্রস্তুতি থাকলেও নিয়তির ডাকে বিয়ে ছাড়াই চলে গেলেন না ফেরার দেশে। দুর্ঘটনায় ট্রলি চালক ইমরানের আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। নিহত ইমরানের বন্ধু মহলসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আপনার মন্তব্য লিখুন