সরাইলে ট্রাক্টর চাপায় চালক নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ , ২৪ জানুয়ারি ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে ট্রাক্টর চাপায় চালক নিহত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টর চাপায় চালক নিহত হয়েছে। সোমবার সকালে এ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক্টর চালকের নাম মলাই মিয়া (৪১)। তিনি
কাটানিশার গ্রামের মনু মিয়ার ছেলে। ৪ ভাই ও ২ বোনের মধ্যে মলাই ছিল সবার বড়। এদিকে স্বামী হারিয়ে ২বছরের শিশু সন্তানসহ ৩ সন্তানের দিকে তাকিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন নিহতের স্ত্রী আকলিমা বেগম।
নিহতের পিতা মনু মিয়া জানায়, প্রতিদিনের মত রোববার বিকালে মলাই মিয়া নিজ গ্রামের পার্শ্ববর্তী এলাকা কুচনী, কানিউচ্ছ গ্রামের জমিতে চাষাবাদ করতে যায়। সেখানে সারারাত চাষাবাদ করে সকালে বাড়িতে ফেরার পথে কাটানিশার বাজারের উত্তর পাশে ব্রিজ সংলগ্ন এলাকায় তার নিজের ট্রাক্টরটি উল্টে গেলে চালক মলাই মিয়া ট্রাক্ট্রের নীচে পড়ে যায়। সেখান থেকে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের বাড়িতে স্বজনহারা লোকজন আর্ত-চিৎকার করতে থাকে। নিহতদের স্বজনদের আর্ত-চিৎকারে এ সময় আকাশ-বাতাশ ভারী হয়ে উঠে। শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।
এব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার ফারুক মিয়া বলেন, ভোর সকালে ট্রাক্টরটির দুর্ঘটনা ঘটলে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মনসুর আহমেদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি দুর্ঘটনার কথা শোনে সাথে সাথেই সেখানে উপস্থিত হয় এবং নিহতের
স্ত্রী ও পিতার সাথে কথা বলি।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, দুর্ঘটনার কথা শোনে আমি সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠায়। কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করার জন্য বলা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন