সরাইলে ট্রাক্টর ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহতঃ ২
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ , ৮ এপ্রিল ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগেসরাইলে ট্রাক্টর ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহতঃ ২
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টর ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোচালক ও হেলপারসহ ২জন নিহত হয়েছে। উপজেলার শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের যাদবপুর নামক স্থানে শনিবার (৮ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোলকের নাম আল আমিন (১৫) ও হেলপারের নাম আপন চন্দ্রদাস (১৫) । আল আমিন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের লালমিয়া পাড়ার আলমগীর মিয়ার পুত্র ও আপন চন্দ্র দাস একই ইউনিয়নের ধীতপুর গ্রামের উমেলেস চন্দ্র দাসের পুত্র। নিহত দুজন একে অপরের বন্ধু ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের যাদবপুর এলাকায় মলাইশ থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ১টি ট্রাক্টর বিপরীত দিকগামী অটোরিক্সাটিকে চাপা দিলে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোচালক আল আমিন ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় গুরুতর আহত হেলপার আপন চন্দ্র দাসকে স্থানীয়রা উদ্ধার করে সরাইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে সরাইল থানার এসআই ও শাহবাজপুর এলাকার বিট অফিসার আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, লাশ দুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। বাদি পক্ষের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মন্তব্য লিখুন