সরাইলে ট্রাকের চাপায় মোটর সাইকেল চালক নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ , ২১ অক্টোবর ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে ট্রাকের চাপায় মোটর সাইকেল চালক নিহত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের চাপায় মোঃ রাসেল মিয়া (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন । আজ শুক্রবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে সরাইল উপজেলা ফায়ার সার্ভিস অফিস এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বারজীবি পাড়ার রফিকুল ইসলাম এর পুত্র। স্থানীয় সততা পোল্ট্রি ফার্মের ম্যানেজারের দায়িত্ব পালন করতেন তিনি।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,
সকালে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের সরাইল ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে সড়কে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিস্ট হয়ে মোটর সাইকেল চালক রাসেল মিয়া মাথা থেতলে গিয়ে নিহত হয়।
এ ব্যপারে ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর চন্দন দেবনাথ বলেন, আমরা বিকট শব্দ শুনে বের হয়ে দেখি একটি লোক মাথা থেতলে মোটরসাইকেল সহ পরে আছে। আর ট্রাকটি দ্রুত কালিকচ্ছের দিকে পালিয়ে যায়।
এ ব্যপারে সরাইল থানার তদন্ত ওসি শিহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চৎ করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন