সরাইলে ঝুকিঁপূর্ণ বৈদ্যুতিক খুটিঁ, দুর্ঘটনার আশংকা এলাকাবাসীর
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ , ২ অক্টোবর ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝুকিঁপূর্ণ বৈদ্যূতিক লাইনে দুর্ঘটার আশংকায় আতংকিত রয়েছেন এলাকাবাসী। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের ছোট ব্রীজ এলাকায় বৈদ্যুতিক লাইনের খূটিঁ হেলে পড়ে নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এতে করে যেকোনো সময় দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। শাহজাদাপুর গ্রামের বাসিন্দা ও দৈনিক ভোরের ডাক, চ্যানেল এস এর সরাইল প্রতিনিধি মোঃ আল মামুন খান মঙ্গলবার(১অক্টোবর) সকাল ১০টার দিকে সরাইল বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নোয়াজ আহমেদ খানকে মুঠোফোনে বৈদ্যুতিক লাইনের খুটিঁ হেলে যাওয়ার অবস্থা জানানোর চেষ্টাকালে বিষটি শোনার গুরুত্ব না দিয়ে প্রতি উত্তরে তিনি তাকেঁ(প্রকৌশলীকে) ফোন না দিয়ে হেলালকে (উপসহকারি প্রকৌশলী) ফোন দিতে বলেন। এ ব্যপারে সাংবাদিক আল মামুন খান ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, উপজেলার বিদ্যূৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে একজন সংবাদকর্মী হিসেবে আমি জনগুরুত্বপূর্ণ ও ঝঁকিপূর্ণ একটি বিষয় অবগত করতে আজ মঙ্গলবার(১অক্টোবর) সকাল ১০টার দিকে ফোন দিয়েছিলাম কিন্তু তিনি না শোনার অজুহাত হিসেবে হেলালকে(উপসহকারি প্রকৌশলী) ফোন দেওয়ার কথা বলে ফোন রেখে দিয়ে স্বেচ্ছাচারী মনোভাব দেখিয়েছেন। জনগণের সেবামূলক একটি প্রতিষ্ঠান প্রধানের এ ধরণের আচরণ শিষ্টাচার বহির্ভূত।
আপনার মন্তব্য লিখুন