৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

সরাইলে জোয়াখেলার মহোৎসব, দেখার কেউ নেই

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৩৮ পূর্বাহ্ণ , ৫ জুন ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

20190605_060531

সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলছে জোয়াখেলার মহোৎসব। সরাইল উপজেলা সদর ইউনিয়নে সরাইল-পানিশ্বর সড়কে সৈয়দটুলা ও বিটঘর গ্রামের মাঝামাঝি খোলামাঠের ঐ সড়কে জোড়থাম্বা নামক স্থানে এ জোয়াখেলার মহোৎসব দীর্ঘ দিন ধরে চললেও এ যেন দেখার কেউ নেই। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর মাঝে চলছে চাপা ক্ষোভ। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকেই সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরাইল উপজেলা চত্বর ও সরাইল থানা থেকে মাত্র ১কিলোমিটার দূরের ঐ স্থানটিতে প্রায় প্রতিরাতেই এ জোয়ার মহোৎসব বসে। উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা, কুট্টাপাড়াসহ আশ-পাশের জোয়াড়িদের মধ্যে একটি বিশাল সিন্ডেকেট প্রায় প্রতি রাতেই এ জোয়া খেলায় মেতে উঠে। হাজার হাজার টাকা উক্ত জোয়া খেলায় জোয়াড়িদের মধ্যে লেনদেন হয়। অনেকে টাকা হারিয়ে নিঃস্ব হয়ে এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপরাধ কর্মকান্ডে লিপ্ত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে যেকোনো সময় এলাকার আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকা করছেন এলাকাবাসী। অনেকের ধারণা এক শ্রেণির দালাল প্রকৃতির লোক সরাইল থানার পুলিশ প্রশাসনকে নানাভাবে ম্যানেজ করেই এ জোয়াখেলার মহোৎসব দেদারছে চালিয়ে যাচ্ছেন। এ ধরনের দালালদের চিহ্নিত করে অবিলম্বে জোয়াখেলার এ মহোৎসব বন্ধের দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন