সরাইলে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এর আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ , ৭ নভেম্বর ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এর সরাইল আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার(৭নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সধীজনের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা উপজেলার বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা এর সভাপতিত্বে ও সরাইল উপজেলা সমাজসেবা অফিসার মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: আব্দুর রহমান, সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. শের আলম মিয়া, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মফিজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অধ্যক্ষ মো. মুখলেছুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইসমত আলী, ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, মো. শাহজাহান মিয়া, মো. মাহফুজ আলী, মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সাংবাদিক মো. শফিকুর রহমান, জাপা নেতা হুমায়ুন কবির, শফিকুল ইসলাম কানু, ত্রিতাল সঙ্গীত একাডেমির অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথ, ন্যাপ নেতা আবদুল জব্বার ও সুকের পরিচালক মোমিন হোসেন প্রমুুখ। অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন হাফেজ মো. শামীম। গীতা পাঠ করেন স্বপন কুমার চক্রবর্তী।
আপনার মন্তব্য লিখুন