সরাইলে জেলা পরিষদের পক্ষ থেকে ২শত অসহায় ও কর্মহীন পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ , ২১ মে ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২শত অসহায় ও কর্মহীন পরিবারে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার(২১মে) সকালে জেলা পরিষদ ডাকবাংলো, সরাইল থেকে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত খাদ্য বিতরণ স্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম এম এসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য পায়েল হোসেন মৃধা ও হোসেন আজাদ। সহকারী প্রকৌশলী বাকের উদদীন, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী ও হাজী ইকবাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন