সরাইলে জেএসসি পরীক্ষা-২০১৮ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ , ৩০ অক্টোবর ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জেএসসি পরীক্ষা-২০১৮ সুষ্টু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩০অক্টোবর) বিকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু বকর সিদ্দিক, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ুব খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: হাদিস মিয়া। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১নভেম্বর সারাদেশের ন্যায় সরাইল উপজেলার ৫টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য জেএসসি পরীক্ষায় মোট ৩৫৩৭জন শিক্ষার্থী অংশ গ্রহন করবে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন