সরাইলে জুম্মাবাদ নবী প্রেমী মুসল্লি ও তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ , ৩০ অক্টোবর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুম্মাবাদ নবী প্রেমি মুসলমান ও তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল করেছেন। আজ শুক্রবার(৩০অক্টোবর) বাদ জুম্মা উপজেলা সদরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মসজিদের মুসল্লিরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। উপজেলার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ বলেন, সারা জাহানের জন্য যাকে মহান আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছেন, যিনি দু’জাহানের বাদশা সেই প্রিয় নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ(সাঃ) এর ব্যঙ্গ চিত্র একেঁ ফ্রান্স সারা জাহানের মুসলমানদের কলিজায় আঘাত করেছে। প্রিয় নবীর ব্যঙ্গ চিত্র প্রকাশ করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের মাধ্যমে ধৃষ্টতাপূর্ণ আচরনের জন্য ফ্রান্স নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত ফ্রান্সের সাথে সকল প্রকার কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করাসহ ফ্রান্সের সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কট করার দাবি জানান।
আপনার মন্তব্য লিখুন