সরাইলে জামায়াতে ইসলামীর জেলা আমিরসহ আটক: ৫
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ , ২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জেলা জামায়াতে ইসলামীর আমমিরসহ ৫জনকে আটক করেছেন পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড এলাকায় হোটেল লাল শালুক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির সৈয়দ গোলাম সারওয়ার, নাসিরনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ সায়েদ আলী, সরাইল উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ এনাম খান, জেলা জামায়াতে ইসলামীর অর্থ ও আইন বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান, নাসিরনগর উপজেলা জামায়াতে ইসলামীর অর্থ ও আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান। সরাইল থানার অফিসার ইনচার্জ মো: মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, আটককৃতরা নাশকতার পরিকল্পনা করছিলেন। তাদের বিরোদ্ধে আর কোন অভিযোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য লিখুন