সরাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে শুভেচ্ছা মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ , ১৪ অক্টোবর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
সরাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে শুভেচ্ছা মিছিল
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শুভেচ্ছা মিছিল করেছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আমীর ড. শফিকুর রহমানের ব্রাহ্মণবাড়িয়া আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সোমবার (১৪ অক্টোবর) বিকালে জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখার উদ্যোগে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখার সেক্রেটারী মো: এনাম খাঁ, সাবেক সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা সহকারি সেক্রেটারী তারিকুল ইসলাম, সহকারি সেক্রেটারী এবাদুল হক, সরাইল সদর ইউপি সহসভাপতি বরকত উল্লাহ, উপজেলা ছাত্রশিবির সভাপতি রোমেল ও উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি রহমত আলীসহ উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উক্ত শুভেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন