সরাইলে জামায়াতের উঠান বৈঠক, নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ , ৬ অক্টোবর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
সরাইলে জামায়াতের উঠান বৈঠক, নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জামায়াতে ইসলামির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বাদ এশা উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামে শাহের আলীর বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামির আমির, কেন্দ্রীয় জামায়াতে ইসমামির শুরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি প্রার্থী মাওলানা মোবারক হোসাইন আকন্দ।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামির সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামির আমির এনাম খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ, সহকারি সেক্রেটারী তারিকুল ইসলাম, সরাইল সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি বরকত উল্লাহ মিন্টু ও উপজেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি রোমেল ইসলাম প্রমুখ।
এসময় বক্তাগণ আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় সকলকে ভোট দেওয়ার আহবান জানান ও নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।













আপনার মন্তব্য লিখুন