সরাইলে জামায়াতের আমিরসহ গ্রেফতার: ৬
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ , ১৭ সেপ্টেম্বর ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জামায়াতের আমিরসহ ৬জনকে গ্রেফতার করেছেন পুলিশ। নাশকতা পরিকল্পনার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের কাজীপাড়ার বাসা থেকে সদর মডেল থানা পুলিশ ও বাকিদেরকে সরাইল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কুতুব উদ্দিন, জামায়াত নেতা মুখলেছুর রহমান মোল্লা, ফখরুল আলম, মোহাম্মদ আলী, গোলাম মুকতাদির ও ওলি আহম্মেদ। সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া বলেন, নাশকতা পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরক আইনে মামলা নথিভুক্ত করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন