সরাইলে জাতীয় শোকদিবসে র্যালি ও আলোচনাসভা, তিনটি স্পটে কাঙ্গালীভোজ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ , ১৫ আগস্ট ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার(১৫আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। উপজেলা সমাজসেবা অফিসার মো: জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন। বক্তব্য রাখেন এএসপি (সরাইল সার্কেল) মো: মনিরুজ্জামান ফকির, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সরাইল ডিগ্রী সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া, উপজেলা জাতীয়পার্টির সদস্য সচিব হুমায়ূন কবীর, সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো: আব্দুল জব্বার, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট আইনজীবি এডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউসার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: শের আলম মিয়া, আওয়ামীলীগ নেতা মো: মাহফুজ আলী, উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শফিকুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বায়তুল হোসেন খন্দকার, আওয়ামীলীগ নেতা এডভোকেট জয়নাল উদ্দিন জয়, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো: আমিন খান, আওয়ামীলীগ নেতা হাজী ইকবাল হোসেন, আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ইসলাম উদ্দিন, শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইশতিয়াক ইমন। অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন সরাইল উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন, গীতা পাঠ করেন কুট্টাপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু রুঘুনাথ। আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, প্রশাসনের লোকজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়াকর্মীসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কমীবৃন্দ উক্ত র্যালি ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো: ইসমত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, আওয়ামীলীগ নেতা ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার এর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়। একই সাথে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদের নেতৃত্বে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরীণ মাঠে কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয় । এছাড়া একই সময়ে উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: শের আলম মিয়ার নেতৃত্বে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়। এদিকে জাতীয় শোকদিবসে সকাল থেকে উপজেলা সদরে বিদ্যুৎ না থাকায় নেতা-কর্মীরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানের শুরুর সময় বিদ্যুৎ না থাকায় অনেকটা অন্ধকারে ও প্রচন্ড গরমে অনুষ্ঠান চলতে থাকে । অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ আসলে স্বস্থির নি:শ্বাস ফেলেন উপস্থিত সকলে। সকাল ১০টা ৫৭মিনিটে সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: শের আলম মিয়ার বক্তব্য চলাকালে ফের বিদ্যুৎ চলে গেলে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে মো: শের আলম মিয়া বলেন, উপজেলা বিদ্যুৎ অফিসে বর্তমানে জামাত-বিএনপির প্রেতাত্বারা ভর করে বসে আছে। জাতীয় শোক দিবসে বিদ্যুৎ আসেছে আর যাচ্ছে। বিদ্যুৎ এর এ অবস্থা চলতে থাকলে দুপুরে কাঙ্গালী ভোজের পরে উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা উপজেলা বিদ্যুৎ অফিস ঘেরাও করার হুশিয়াঁরি দেন।
আপনার মন্তব্য লিখুন