সরাইলে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, আনন্দ মিছিল ও সমাবেশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ , ২ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী আনুষ্ঠানিকভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে একটি বিশাল আনন্দ র্যালি সোমবার বিকালে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ র্যালিতে নেতৃত্ব দেন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল -আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি। সরাইল উপজেলা ছাত্রসমাজের সভাপতি প্রার্থী মোহাম্মদ হোসাইন শাওনসহ উপজেলা জাতীয় পার্টি ও এর অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উক্ত আনন্দ র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিকভাবে কেক কেটে নেতা-কর্মীরা আনন্দ উপভোগ করেন।
আপনার মন্তব্য লিখুন