সরাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ , ২২ অক্টোবর ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
“সাবধানে চালাব গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ী” এই স্লোগানকে সামনে রেখে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সোমবার(২২অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে
সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কসহ উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কগুলিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সড়ক নিরাপদ সচেতনবিষয়ক বিভিন্ন ফেস্টুন ও ব্যানার প্রদর্শন করে জাতীয় কর্মসূচী পালন করে। বাংলাদেশ স্কাউটস সরাইল উপজেলা শাখার উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আয়োজিত কর্মসূচীতে অংশগ্রহন করেন সরাইল উপজেলায় সদ্যযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) এ এস এম মোসা। এ সময় সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খোরশেদ আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও উক্ত কর্মসূচী পালন করেছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া একই দিন সকাল ১০টা ১৫মিনিট থেকে সাড়ে ১০টা পর্যন্ত সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়য়ের স্কাউটস দলের সহযোগিতায় সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের হাসপাতাল(উচালিয়াপাড়া) মোড়ে ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে সড়ক নিরাপদ বিষয়ক স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ুব খান ও সহকারি প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন