৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে জাতীয়পার্টির সমাবেশ অনুষ্ঠিত, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নেবে: এরশাদ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ , ৭ মার্চ ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
মানুষ হত্যা, মানুষ গুম ও মানুষের মায়ের বুক খালি করে সরকারে টিকে থাকা যায় না। সরকারে থাকতে হলে মানুষের ভালবাসা প্রয়োজন। মানুষের ভালবাসার মাধ্যমেই ক্ষমতায় টিকে থাকা যায়। সরকারের দৃষ্টি এখন মানুষের দিকে নয় ক্ষমতার দিকে। ক্ষমতায় কীভাবে টিকে থাকা যায় সেদিকেই এখন সরকারের লক্ষ্য। আজ বুধবার(৭র্মাচ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছ ঈদগাহ মাঠে জেলা জাতীয় পার্টি আয়োজিত তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ এ কথা বলেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১ উপ-নির্বাচন বিষে বলেন, নির্বাচন কমিশনের প্রতি আমাদের কোন আস্থা নেই। তবে নাসিরনগর নির্বাচনেই প্রমান হবে নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ। আমাদের মধ্যে কোন বিরোধ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পর্টি এককভাবে নির্বাচনে অংশ নিয়ে সরকার গঠন করবে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, খাদ্য মজুদ আছে শুধু মুখে বলা হয়। কিন্তু বাস্তবে তার চিত্র উল্টো। মাঠে গ্রামে গঞ্জে গিয়ে এর প্রমান মেলে না। চালের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের এখন নাভিশ্বাস শুরু হয়েছে।  ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাড. মো. জিয়াউল হক মৃধার সভপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী আনিসুল হক মাহমুদ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনিল শুল রায়, সৈয়দ আবুল হোসেন বাবলা, রেজাউল ইসলাম ভূইয়া, কাজী মামুনুর রশিদ ও নাসিরনগর উপ-নির্বাচনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজোওয়ান আহমেদ প্রমূখ। সভা শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইস মুহাম্মদ এরশাদ হেলিকপ্টারযোগে গাইবান্ধার উদ্যেশ্যে যাত্রা করেন। সেখানে দলীয় একটি জনসভায় অংশ নেয়ার কথা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন