সরাইলে ছাত্রসেনার উদ্যোগে মহান বিজয় দিবসে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিয়
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ , ১৭ ডিসেম্বর ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইলল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাত্রসেনার উদ্যোগে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবসস উদযাপিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সরাইলল উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ডিসেম্বর সকাল সাড়ে ৭টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা ছাত্রসেনার সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইলল উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি এ জেড এম সাইদুর রহমান প্রকাশ মিল্লাত মাওলানা। অনুষ্ঠানে ইসলামী ফ্রন্ট নেতা মুফতি সামসুল ইসলাম রেজবী, সরাইলল উপজেলা ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতি হাফেজ শাহাদাত হোসাইন, ইসলামী ফ্রন্ট নেতা বাহা উদ্দিন খান হাকিম, সরাইল উপজেলা ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন জালালী, সহ-সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, সাইফুল্লা ঝিলন রেজবী, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম আহমদ বাবুল রেজবী, সরাইল ইউনিয়ন ইসলামী ছাত্রসেনার সভাপতি মো: আবুল হাশেমসহ ইসলামী ফ্রন্ট, ইসলামী যুবসসেনা ও ইসলামী ছাত্রসেনার বিভিন্ন স্থরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের আত্বার মাগফেরাত ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ শাহাদাত হোসাইন।
আপনার মন্তব্য লিখুন