২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দফায় দফায় মিছিল, হট্বগোল ও হৈচৈ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ , ৪ জানুয়ারি ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

FB_IMG_1609777030655FB_IMG_1609777047483FB_IMG_1609777039895

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দফায় দফায় মিছিল ও সমাবেশের মাধ্যমে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ সোমবার(৪জানুয়ারী) উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে উক্ত মিছিল অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পদ প্রত্যাশী নেতৃবৃন্দ নিজ নিজ কর্মী ও সমর্থকদের নিয়ে খন্ড খন্ড মিছিল বের করেন। সকাল ১১টার দিকে সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলী, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ সিজার এর উপস্থিতিতে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল মোড় এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। এর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা সংরক্ষিত আসনের মহিলা এমপি ও সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ এর গাড়ীবহরকে নিয়ে আওয়ামী লীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা এডভোকেট জয়নাল উদ্দিন জয়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন মিল্লাত, ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন সেলু, ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ বাপ্পির উপস্থিতে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যান্ড পার্টিসহ একটি আনন্দ মিছিল বের করে। হাসপাতাল মোড়ের দিক থেকে আসা আনন্দ মিছিলটি সিএনজি স্টেশন সংলগ্ন হ্যালো বেকারীর নিকটবর্তী পৌছঁলে হঠাৎ মিছিলে হট্বগোল ও হইচই শুরু হলে মিছিলের গতিবিধি থমকে যায়। এ সময় উপস্থিত নেতা-কর্মী ও পুলিশ সদস্যরা এমপির গাড়ীর সামনে নিরাপত্তা বেষ্টনী তৈরী করেন। পুলিশ ও মিছিলে উপস্থিতি সিনিয়র নেতা-কর্মীদের হস্থক্ষেপে কিছুক্ষনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে ফের আনন্দ মিছিলটি উপজেলা চত্বরের দিকে এগিয়ে গিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ পালনের মাধ্যমে সমাপ্ত হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন