সরাইলে ছাত্রদল নেতা তানভীরের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ , ৩ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে ছাত্রদল নেতা তানভীরের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি তানভীর আহমেদ শিহান এর মমতাময়ী মা আর নেই। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ বাদ জুম্মা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
ছাত্রদল নেতা তানভীর আহমেদ শিহানের মমতাময়ী মায়ের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল- আশুগঞ্জ) আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূইঁয়া, সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নূরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য ও স্থানীয় এমপির একমাত্র পুত্র মাইনুল হাসান তুষারসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
ছাত্রদল নেতা তানভীর আহমেদ শিহানের মায়ের রুহের মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন