সরাইলে চেয়ারম্যান পদে ৫, ভাইস-চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ , ৪ মার্চ ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার এর কার্যালয়ে বিভিন্ন পদে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আজ সোমবার(৪মার্চ) বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৫জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান সাফি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর, বর্তমান ভাইস-চেয়ারম্যান মো: শের আলম মিয়া, বিশিষ্ট আইনজীবি এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ও কাজী জাকির হোসেন। ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মো: জামাল হোসেন, শেখ মো: আবুল কালাম, এম এ মজিদ বক্স, মো: আমিন খান ও মো: আবু হানিফ। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রোকেয়া বেগম, শামীমা আক্তার, বেবী ইয়াসমিন, আমুদা বেগম ও মোছা: আছমা আক্তার। এদিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এর কার্যালয়ে ভাইস -চেয়ারম্যান পদে মো: জজ মিয়া মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার এ এস এম মোসা বলেন আগামী ৬ মার্চ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এর কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়ন পত্র বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের নামে প্রতীক বরাদ্ধ করা হবে। আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে সরাইল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য লিখুন