সরাইলে চুন্টা উপ-নির্বাচনে নৌকা প্রতীকে হাবিবুর রহমান বিজয়ী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ , ২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কম:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চুন্টা ইউপি উপ-নির্বাচনে ৫হাজার ৩শত ৯৯ ভোট পেয়ে নৌকা প্রতীকে শেখ মোঃ হাবিবুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে হাজী মোহাম্মদ বাহার মোল্লা পেয়েছেন ৪হাজার ৫শত ১৯ভোট। এছাড়া আনারস প্রতীকে মোঃ হুমায়ূন কবীর পেয়েছেন ৪হাজার ৪শত ৭০ভোট ও মিনার প্রতীকে মাওলানা আসাদ উল্লাহ পেয়েছেন ১১৭ভোট। মঙ্গলবার(২০অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চুন্টা ইউনয়ন পরিষদের ১০টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে ১জন এসআই ও ৬জন পুলিশসহ ১৭জন আনসার সদস্য মোতায়েন করা হয়। একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেন সার্বক্ষনিক। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি ও র্যাব নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকতে দেখা যায়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৪হাজার ৫১জন। এতে পুরুষ ভোটার সংখ্যা ১২হাজার ৪শত ৫২জন এবং মহিলা ভোটার সংখ্যা ১১হাজার ৫শত ৯৯জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেছেন। তারা হচ্ছেন আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকা প্রতীকে হাবিবুর রহমান, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে হাজী মোহাম্মদ বাহার মোল্লা, ইসলামী ঐক্যজোট মনোনীত মিনার প্রতীকে মাওলানা আসাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মোহাম্মদ হুমায়ূন কবীর। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নাসিরনগর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহবুব আলম।
উল্লেখ্য গত ১০জুলাই চুন্টা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা প্রকৌশলী শাহজাহান মিয়া মারা যাওয়ায় উক্ত পদটি শূণ্য হয়।
আপনার মন্তব্য লিখুন