সরাইলে চাতাল শ্রমিকের লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ , ২১ আগস্ট ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হৃদয় মিয়া (২৫) নামের এক চাতাল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(২০আগস্ট) বিকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর এলাকার চাচা-ভাতিজা নামের চাতাল কলের একটি ঘর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। হৃদয় মিয়া সিলেটের জাফলং উপজেলার বাদামতলি গ্রামের আবদুর রহমানের পুত্র। জানা যায়, হৃদয় মিয়া চার মাস ধরে তার স্ত্রী মাসুমাকে (২৫) নিয়ে চাচা-ভাতিজা নামের চাতাল কলে শ্রমিকের কাজ করে আসছিলেন। মঙ্গলবার সকাল ১১ টা পর্যন্ত স্বামী-স্ত্রী এক সাথে চাতাল কলে কাজ করেন। এক পর্যায়ে বিশ্রামের জন্য হৃদয় তাঁদের ঘরে যান। দুপুর ১২ টার দিকে স্ত্রী ঘরে গিয়ে স্বামীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে চাতাল কলের লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরুল হক বলেন, হৃদয় মিয়ার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর হৃদয় মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আপনার মন্তব্য লিখুন