সরাইলে চাইনিজ বার ফূটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ , ২৯ সেপ্টেম্বর ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বীরমুক্তিযোদ্ধা মরহুম ওয়াহিদ হোসেন রাঁধন ও হুমায়ুন ঠাকুর স্মৃতি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন”-এ স্লোগানকে সামনে রেখে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার(২৮সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলায় উচালিয়া পাড়া ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে স্বপ্নচূড়া যুবসংগঠন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন ঠাকুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার। সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ ইসমত আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউছার, সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সহ – সভাপতি মোঃ মাহফুজ আলী, সাধারণ সম্পাদক এস,এম ফরিদ, খন্দকার শপিং কমপ্লেক্সের স্বত্তাধিকারী মোঃ সেলিম খন্দকার ও সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সিজারসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী বিপুল সংখ্যক দর্শক উক্ত খেলায় উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
আপনার মন্তব্য লিখুন