সরাইল সৈয়দটুলা মাস্টার মিশন স্কুলে চক্ষু চিকিৎসা ক্যাম্প
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চক্ষু চিকিৎসা ক্যাম্প স্থাপনের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আজ ১৪ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সৈয়দটুলা মাস্টার মিশন স্কুলে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ ব্যপারে এলাকায় মাইকিং ও লিফটলেট বিতরণ করে প্রচারনা চালানো হয়েছে। ঢাকা নিউ লায়ন্স চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় স্থাপিত উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ঢাকা নিউ লায়ন্স চক্ষু হাসপাতালের সিপিডি ডাক্তার আতাউর রহমান। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শাহজাহান মিয়া বলেন, এই ধরনের উদ্যোগের ফলে এলাকার হত দরিদ্র রোগীরা সহজেই চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। ডাক্তার আতাউর রহমান বলেন, সুষ্টু ও উৎসাহপূর্ণ পরিবেশে এখানে এলাকার রোগীদেরকে চিকিৎসা সেবা দিতে পেরে আমি আনন্দিত। এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করায় সৈয়দটুলা মাস্টার মিশন স্কুলের পরিচালক, প্রধান শিক্ষক মহোদয়সহ এলাকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে তিনি ধন্যবাদ জানান।
আপনার মন্তব্য লিখুন