সরাইলে ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টিতে ঘরবাড়ি, পোলিট্র খামার বিধ্বস্থ, ছাত্র লীগ নেতার পোল্ট্রি খামার লন্ডভন্ড, ৩হাজার পোল্ট্রি বাচ্ছার মৃত্যু, ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ , ২৮ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টিতে ঘরবাড়ি বিধ্বস্থ ও পোল্ট্রি খামার লন্ডভন্ড হয়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার(২৭ফেব্রুয়ারী) সন্ধায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা এলাকায় সাদ পোল্ট্রি খামার লন্ডভন্ডসহ কয়েকটি বাড়িঘর বিধ্বস্থ হয়েছে। ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টির কবলে সাদ পোল্ট্রি খামারের ৩হাজার পোল্ট্রি বাচ্ছা মারা গেছে। এ ব্যপারে পানিশ্বর ইউনিয়নের বেড়তলা এলাকার সিদ্দিকুর রহমান মাস্টারের পুত্র, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের পানিশ্বর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক ও সাদ পোল্ট্রি খামারের মালিক মো: সোহাগ মিয়া বলেন কয়েক মাস পূর্বে ১৪ লক্ষ টাকা পুজিঁ নিয়ে আমি ৩টি ঘর নির্মাণ করে ৩হাজার পোলিট্র বাচ্ছা নিয়ে একটি পোল্ট্রি খামার গড়ে তুলি। বুধবার সন্ধায় ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টিতে খামারের ২টি ঘর সম্পূর্ণ ও ১টি ঘরের অর্ধাংশ
লন্ডভন্ড হয়ে ঝড়ো হাওয়া বিভিন্ন স্থানে উড়িয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে আশপাশের ধানী জমি থেকে ঘরের ধ্বংসাবশেষ ও উড়িয়ে নেওয়া ঘরের বিভিন্ন অংশ দেখতে পায়। এসময় খামারের একটি ঘরে রক্ষিত ২হাজার পোলিট্র বাচ্ছা ও অপর একটি ঘরে রক্ষিত ১হাজার পোলিট্র বাচ্ছার সবই মৃত ্অবস্থায় আশপাশের ফসলী জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় সব মিলিয়ে আমার ১০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড়, শিলা বৃষ্টির কবলে বেশ কয়েকটি বাড়িঘর বিধ্বস্থ ও উপজেলার ্অন্যান্য এলাকায় সবজি ক্ষেতের ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। বছরের প্রথমে হঠাৎ শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে এলাকাবাসীর মাঝে আতংক সৃষ্টি হয়েছে।
আপনার মন্তব্য লিখুন