সরাইলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও অর্থ বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ , ৭ জুন ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
সরাইলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও অর্থ বিতরণ
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আজ রোববার(৭জুন) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্থ ৩০টি পরিবারের মাঝে ৬৪ বান্ডেল টিন ও ১লক্ষ ৯২হাজার টাকার চেক বিতরণ করা হয়। ব্রাহ্মনবাড়িয়া জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরী, অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী আবু তালেব, আওয়ামী লীগ নেতা এডভোকেট জয়নাল উদ্দিন, শেখ মুসলেহ উদ্দিন হেলাল ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত শনিবার(৬জুন) সকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী, বুড্ডা ও আইরল(শান্তিনগর) গ্রামের উপর দিয়ে আকস্মিক ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে ৩টি গ্রামের ৩০টি ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষনিক সরাইল উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ লোকদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করার ব্যবস্থা করেন। সেই সাথে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ২বান টিন ও ৬হাজার টাকা করে দেওয়ার ঘোষনা দেন। ঘোষনার ১দিন পর আজ রোববার(৭জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্থ লোকদের মাঝে টিন ও চেক বিতরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন