সরাইলে ঘূর্ণিঝড়ের তান্ডবে ৩ গ্রামের ৩০টি ঘর বাড়ি লন্ডভন্ড, আহতঃ ৮
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ , ৬ জুন ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কম:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘূর্ণিঝড়ের তান্ডবে ৩ গ্রামের ৩০টি ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। এতে করে ৩০টি পরিবারের লোকজনের জান-মালের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্নিঝড়ের কবলে আহত হয়েছেন ঐ এলাকার ৮জন লোক। আজ শনিবার(৬জুন) সকালে আকস্মিক ঘূর্নিঝড়ে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী, বুড্ডা ও আইরল(শান্তিনগর) গ্রামে এ ঘটনা ঘটে। ঘূর্নিঝড়ে ব্যপক ক্ষতিগ্রস্থ কুচনী গ্রামের বাসিন্দা ও সময়ের আলো পত্রিকার সরাইল প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম জানান, কুচনী, বুড্ডা ও আইরল(শান্তিনগর) গ্রামের উপর দিয়ে আজ সকালে আকস্মিক ঘূর্নিঝড় বয়ে গেছে। ঘুর্ণিজড়ের তান্ডবে ৩টি গ্রামের ৩০টি ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। আহত হয়েছেন ৮জন লোক। ক্ষতিগ্রস্থ পরিবারের অনেকেই এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
ক্ষতিগ্রস্থদের সরকারি ও বেসরকারিভাবে সার্বিক সহযোগিতার জন্য তিনি এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানিয়েছেন। এ ব্যপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনদের সাথে কথা বলে সাবিৃক অবস্থা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ’ প্রত্যেকটি পরিবারকে তাৎক্ষনিক ২০ কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়া ক্ষতিগ্রস্থ প্রত্যেকটি পরিবারকে ২বান্ডেল টিন ও নগদ ৬ হাজার টাকা দ্রততম সময়ের মধ্যে দেওয়ার ব্যবস্থা করছি।
আপনার মন্তব্য লিখুন