সরাইলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ , ২৫ সেপ্টেম্বর ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিযনের কাঠানিশার গ্রামে মায়ের দোয়া ক্লাবের উদ্যোগে ২৩সেপ্টেম্বর শনিবার বিকালে লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -২ নির্বাচনী এলাকার সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাদেক মিয়া, নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. কাজল চৌধুরী , সাবেক চেয়ারম্যন মো. মনসুর আহম্মেদ, মো. আব্দুল মালেক , জাতীয় পার্টি নেতা তৌহিদুল ইসলাম , ইউপি সদস্য মো. মিজান মিয়া প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন ব্রাহ্মণবাড়িয়া -২ এর সংসদ এড. জিয়াউল হক মৃধার কিছু নজর থাকায় উপজেলার বিভিন্ন স্থানে ছোট হলেও এই খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। এ ঐতিহ্য রক্ষায় সরকারি-বেসরকারি উদ্যোগ গ্রহণ করে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এ খেলাগুলো চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার বলেও মনে করেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি এড. জিয়াউল হক মৃধা এমপি বলেন , দেশীয় সংস্কৃতি ধরে রাখতে বর্তমান সরকার বেশ আন্তরিক। তবে শুধু সরকার নয় সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন, বেসরকারি সংস্থা এবং তরুণদের এগিয়ে আসতে হবে।
আপনার মন্তব্য লিখুন