সরাইলে গ্রামীণফোন টাওয়ারের ৯ লক্ষ টাকা মূল্যের ২৪ টি ব্যটারি চুরি, দুই চোর আটকসহ ব্যাটারী উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ , ৮ জুলাই ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
সরাইলে গ্রামীণফোন টাওয়ারের ৯ লক্ষ টাকা মূল্যের ২৪ টি ব্যটারি চুরি, দুই চোর আটকসহ ব্যাটারী উদ্ধার
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রামীণফোন টাওয়ারের ২৪টি ব্যাটারি চুরি করে নৌকাযোগে নিয়ে যাওয়ার সময় দুই চোরকে হাতে-নাতে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। এ সময় ৯লক্ষ টাকা মূল্যের চুরি করা ২৪ টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ জুলাই) বিকালে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী মিনিকক্সবাজার খ্যাত আকাশী বিল দিয়ে চুরি করা ব্যাটারি নিয়ে নৌকাযোগে যাওয়ার পথে স্থানীয়রা তাদের আটক করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল কোম্পানি গ্রামীণফোনের শাহজাদাপুর এলাকার টাওয়ার থেকে ২৪টি ব্যাটারি চুরি করে ধুরন্তী এলাকায় আকাশী বিলে নৌকাযোগে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে ২৪ টি ব্যাটারিসহ দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪ টি ব্যাটারি উদ্ধারসহ দুই চোরকে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন টাঙ্গাইল গোপালপুর কুড়িআটা গ্রামের আব্দুল মতিন এর ছেলে মোঃ সোহেল (৩৫) অপরজন হলেন টাঙ্গাইল ধনবাড়ি পাচপোটল গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আব্দুল সালাম (৪৫)।
সোহেল ও আব্দুস সালাম শাহজাদাপুর গ্রামীণফোন টাওয়ারে ইতিপূর্বে কর্মরত ছিলেন। বর্তমানে হবিগঞ্জ জেলায় কর্মরত থাকাকালীন অবস্থায় সোহেল ও আব্দুস সালাম পরস্পর যোগসাজসে শাহাজাদাপুর এসে গ্রামীণফোনের ব্যাটারি চুরি করে নৌকাযোগে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েন।
এ ব্যপারে গ্রামীণ ফোনের ব্রাহ্মণবাড়িয়া জোনাল কর্মকর্তা প্রভানসু তাদের টাওয়ারের ব্যাটারি চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন চুরি হওয়া এই ব্যাটারির বাজার মূল্য প্রায় নয় লক্ষ টাকা।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মন্তব্য লিখুন