সরাইলে গ্যাসের রাইজারে বজ্রপাতে আগুন, জনমনে আতংক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ , ৩ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্যাসের রাইজারে বজ্রপাতে সৃষ্ট আগুনে জনমনে আতংক সৃষ্টি হয়েছে। আজ সোমবার দিবাগত রাত ১১টায় উপজেলা সদর ইউনিয়ন পরিষদ ভবনের পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, রাত ১১টায় বৃষ্টি চলাকালীন সময়ে সদর ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে রাস্তায় রাখা গ্যাসের রাইজারে হঠাৎ বজ্রপাতে আগুনের লেলিখান শিখার সৃষ্টি হয়। আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে প্রথম দিকে ব্যর্থ হয়। খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিস ইউনিটের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আশপাশে বাড়িঘর ও দোকানপাট না থাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন