সরাইলে গৃহবধূর লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ , ১০ মে ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছেন পুলিশ। উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের আলাল মিয়ার স্ত্রী মিনারা বেগমের(৩০) লাশ আজ রোববার(১০মে) সন্ধায় উদ্ধার করা হয়। জানা যায়, পারিবারিক কলহের জের ধরে দুপুরের দিকে মিনারা বেগম কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হলে স্থানীয় লোকজন তাকেঁ প্রথমে সরাইল হাসপাতাল ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন। পরে মৃতদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেলে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসেন। এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ময়না তদন্তের পর গৃহবধূর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
আপনার মন্তব্য লিখুন