সরাইলে গৃহবধূর লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ , ১১ জুন ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অগ্নিদগ্ধ হয়ে সীমা রাণী গোপ(২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১০জুন) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের শোলাকান্দি গ্রামের বাবার বাড়ির টয়লেট থেকে তার অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। সীমা ওই গ্রামের মতি লাল গোপের মেয়ে ও হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের নান্টু গোপের স্ত্রী। সীমার স্বজনরা জানান, দুপুরে সীমা টয়লেটের ভেতর ঢুকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাইরে থেকে পোড়া গন্ধ পেয়ে টয়লেটের দরজা ভেঙ্গে সীমার আগুনে পোড়া লাশ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য লিখুন