সরাইলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ , ২০ জুলাই ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শারমিন আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। শুক্রবার(২০জুলাই) দুপুরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের তিতাসপাড়ার রতন মিয়ার পুত্র লিটন মিয়ার স্ত্রী শারমিন আক্তার এর ঝুলন্ত লাশ তাদের নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শারমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নিধারাবাদ গ্রামের শহীদ মিয়ার মেয়ে। গত ৫মাস পূর্বে লিটন মিয়ার সাথে শারমিন আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয় বলে জানা যায়। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ঘটনাস্থলে গিয়ে গৃহবধূ শারমিন আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন