সরাইলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ , ১৩ আগস্ট ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
সরাইলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রুমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। রোববার (১৩ আগস্ট) সকাল্র উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল মধ্য পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রুমা আক্তার ওই গ্রামের আতাউর রহমানের স্ত্রী। পারিবারিকভাবে তিনি ২ সন্তানের জননী।
জানা যায়, সকালে বসতঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে পেচাঁনো অবস্থায় রুমা আক্তারকে ঝুলতে দেখে স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমা আক্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
এ ব্যপারে সরাইল থানার এসআই নুরুল করিম বলেন, ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন