সরাইলে গৃহবধুর লাশ উদ্ধার, শাশুড়ী আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ , ৩ অক্টোবর ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে গৃহবধুর লাশ উদ্ধার, শাশুড়ী আটক
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমিনা বেগম (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছেন পুলিশ। রোববার (৩ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার দক্ষিণ আরিফাইল গ্রামের ইমন মিয়ার সাথে একই এলাকার আলাল মিয়ার মেয়ে জমিনা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে রোববার রাত ৮ টার দিকে জমিনা বেগম গলায় ওড়না পেছিয়ে আত্বহত্যার চেষ্টা করেন। এ সময় শশুর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন বলেন, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহত জমিনা’র বাবা আলাল মিয়া সরাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে শাশুড়ী নাজমা বেগম কে আটক করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন