২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে গাঁজাসহ তিন মাদক পাচারকারী আটক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ , ২৯ জুলাই ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

20180729_19102220180729_191149

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০কেজি গাজাঁসহ ৩জনকে আটক করেছেন সরাইল থানা পুলিশ। সরাইল-অরুয়াইল সড়কের লোপারা ব্রীজের নীচ থেকে রবিবার(২৯জুলাই) সকাল ৮টায় বিশ কেজি গাঁজাসহ তিন জনকে অাটক করা হয়। সরাইল থানা পুলিশ সূত্র জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়ার দিকনির্দেশনায় এসআই অাবু বকর সিদ্দিক ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে সরাইল-অরুয়াইল সড়কের লোপাড়া ব্রীজের নিচে জলাশয় হইতে ২০ (বিশ) কেজি গাঁজাসহ তিন জন আসামীকে অাটক করে সরাইল থানা পুলিশ। অাটকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার বাদেরপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুছের পুত্র নূর আলী ওরফে টাইগার (৪০), কিশোরগঞ্জ জেলার সদর থানার ঘাইডাল জিন্নাহ মিয়ার বাড়ির রহমত আলীর পুত্র রফিকুল ইসলাম(৪৫)। বর্তমানে উভয়েই  ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার রাধানগর উপজেলা কমপ্লেক্স খেলু হাজীর বাড়ীর ভাড়াটিয়া। এছাড়া অপরজন হলেন সরাইল থানার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর মধ্যপাড়ার মৃত কালু মিয়ার পুত্র মতি মিয়া(৪০)। এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মফিজ উদ্দিন ভুইঁয়া বলেন,  সরাইল-অরুয়াইল সড়কের লোপারা ব্রীজের নীচ থেকে বিশ কেজি গাঁজাসহ তিন জনকে অাটক করা হয়েছে। তাদের বিরোদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন