সরাইলে গরু চোরের ছুরিকাঘাতে যুবক নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ , ২৮ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
সরাইলে গরু চোরের ছুরিকাঘাতে যুবক নিহত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরু চোরের ছুরিকাঘাতে পারভেজ আহমেদ (২২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত পারভেজ উপজেলার অরুয়াইল ইউনিয়নের চরকাকুরিয়া গ্রামের ওবাইদুল্লাহ মিয়ার পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারী) রাত ২ টায় সংঘবদ্ধ একদল চোর চরকাকুরিয়া গ্রামের ওবাইদুল্লাহ মিয়ার পুত্র হুমায়ুন মিয়ার গোয়ালঘর থেকে দুটি গরু নিয়ে গ্রামের পার্শ্ববর্তী মেঘনা নদীর তীরে রাখা ট্রলারে উঠানোর সময় নদীতে মাছ ধরতে আসা জেলেরা সুর-চিৎকার করে। এ সময় হুমায়ুন ও তার ভাই পারভেজ আহমেদসহ গ্রামের লোকজন চোরদের ধাওয়া করলে গরু দুটি চরে রেখে ট্রলারযোগে চোরেরা পালিয়ে যাওয়ার সময় গরুর মালিক হুমায়ুনের ছোট ভাই পারভেজ আহমেদ চোরদের ধরতে এগিয়ে গেলে তাকে ছুরি মেরে চোরেরা ট্রলারযোগে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত পারভেজকে স্থানীয় লোকজন নিকটস্থ কুলিয়ারচর হাসআতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করার চেষ্টাসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মন্তব্য লিখুন